#utagrobd #krishibd #agrofarm #cowfarm #gotfarm #ইউটিএগ্রোবিডি #ইউটিএগ্রো #এগ্রোবিডি |
বাণিজ্যিকভাবে মুরগি পালনে নিয়মিত ভ্যাকসিন বা টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। অনেক স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নতমানের করলেও এমন কিছু রোগ আছে যেগুলো বলে কয়ে আসে না। আর একবার খামারে এ রোগের আক্রমণ হলে রাতারাতি আপনাকে ফকির বানিয়ে ছাড়বে। তাছাড়া পপুলেশন ডেনসিটি বেশি হলে অর্থাৎ এক জায়গায় বেশি পরিমানে পশুপাখি এমনকি মানুষ থাকলেও সেখানে রোগবালাই বেশি হওয়ার আশঙ্কা থাকে। আর ওইরকম পরিবেশে রোগ দ্রুত ছড়িয়েও পড়ে। একারণে রোগের আক্রমণ ও ছড়িয়ে পড়া ঠেকাতে একসাথে পুরো পপুলেশনকে বা পুরো খামারেই বিভিন্ন রোগের টিকা নিয়মিত দিয়ে রাখা নিরাপদ। নিচে এসব টিকার বিবরণ দেওয়া হলো:
লেয়ার মুরগি (বাণিজ্যিক)
দিন টিকা
১ম দিন মেরেক্স* (লাইভ ইঞ্জেকশন))
৩-৫ম দিন আই বি +এন ডি*
৬-৮ তমদিন এন ডি + আই বি ডি(মৃত)
১০-১২ দিন আই বি ডি*
১৩তম দিন মেরেক্স (লাইভ)
১৭-১৯তম দিন আই বি ডি*
২৫-২৭তম দন এন ডি + আইবি*
৪-৫ সপ্তাহ পক্স (বসন্ত)
৪২-৪৫ তমদিন করাইজা(মৃত)
৪৯-৫০দিন টাইফয়েড (লাইভ,কিল্ড)
৫২-৫৫তম দিন কলেরা (মৃত)
৬০-৬৫তম দিন আই বি + এন ডি *
৭০-৭৫তম দিন পক্স
৭৭-৮০তম দিন করাইজা(মৃত)
৯০-৯৫তম দিন কলেরা (মৃত)
১০০তম দিন টাইফয়েড
১৫-১৬ সপ্তাহ আই বি +এন ডি +ই ডি এস(মৃত)* সাথে এন ডি লাইভ
* তারকা চিহ্নিত টিকাগুলো অবশ্যই দিতে হবে।
ব্রয়লারের জন্য
দিন টিকা
১-৫ দিন আই + এন ডি
১০-১২দিন আই বি ডি
১৭-২০দিন আই বি ডি
*২০-২২ দিন বয়সেও এন ডি দেয়া যায়।
সোনালির জন্য
দিন টিকা
১-৫দিন আই বি + এন ডি
১০-১২ দিন আই বি ডি
১৭-১৯ আই বি ডি
৪-৫ সপ্তাহে পক্স
২৫-৩০দিন আই বি +এন ডি বা এন ডি
লেয়ার ব্রিডার
দিন/সপ্তাহ টিকা রুট
৩দিন কক্সি মুখে
৭দিন আই বি +এন ডি চোখে
১২ দিন আই বি ডি (লাই।) মুখে
১২ দিন আ ইবিডি +এন ডি (মৃত) চামড়ার নিচে
১৯-২০দিন আই বি ডি মুখে
১৯-২০ দিন আই বি +এন ডি চোখে
৬ সপ্তাহ পক্স পাখায়
৬ সপ্তাহ সালমোনেলা চামড়ার নিচে
৮ সপ্তাহ এন ডি (মৃত) চামড়ার নিচে
৮ সপ্তাহ আই বি + এন ডি চোখে
১০ সপ্তাহ এ ই+ পক্স পাখায়
১০ সপ্তাহ করাইজা চামড়ার নিচে
১৩ সপ্তাহ আই বি চোখে
১৩ সপ্তাহ সালমোনেলা চামড়ার নিচে
১৪ সপ্তাহ চিকেন এনিমিয়া বুকের মাংসে
১৭ সপ্তাহ করাইজা চামড়ার নিচে
১৭ সপ্তাহ এন ডি লাইভ চোখে
১৭ সপ্তাহ আইবি+এনডি+ইডিএস+আইবিডি বুকের মাংসে
ব্রয়লার ব্রিডারের টিকা
দিন /সপ্তাহ টিকা রুট
৩দিন কক্সি মুখে
৭ দিন আই বি + এন ডি চোখে
৭ দিন রিও (লাইভ) চামড়ার নিচে
১২ দিন জি+ এনডি চামড়ার নিচে
১২ দিন আই বি ডি ২ চোখে
১৯ দিন আই বিডি প্লাস মুখে
১৯ দিন আই বি +এন ডি চোখে
৬ সপ্তাহ পক্স পাখায়
৬ সপ্তাহ সালমোনেলা চামড়ার নিচে
৭সপ্তাহ রিও (লাইভ) চামড়ার নিচে
৮ সপ্তাহ আই বি + এন ডি চোখে
১০ সপ্তাহ এম জি চামড়ার নিচে
১০ সপ্তাহ আই বি +এন ডি চোখে
১১ সপ্যাহ করাইজা চামড়ার নিচে
১২ সপ্তাহ রিও (মৃত) চামড়ার নিচে
১২ সপ্তাহ আই বি চোখে
১৪ সপ্তাহ CAV বা এনিমিয়া বুকের মাংসে
১৭ সপ্তাহ করাইজা চামড়ার নিচে
১৮ সপ্তাহ রিও +আইবি+এন ডি+জি বুকের মাংসে
১৮ সপ্তাহ এম জি চামড়ার নিচে
১৮ সপ্তাহ এন ডি (লাইভ) চোখে
১৯ সপ্তাহ সালমোনেলা চামড়ার নিচে
১৯সপ্তাহ ই ডি এস বুকের মাংসে
৪০ সপ্তাহ রিও+আই বি+এন ডি +জি বুকের মাংসে
এখানে,
আই বি (ব্রংকাইটিস)
এন ডি (রানিক্ষেত)
আই বি ডি (গাম্বুরো)
খাওয়ার পানির সঙ্গে টিকা দেওয়ার নিয়ম
১০০০ লেয়ার মুরগির জন্য
বয়স পানির পরিমান
০-৪ সপ্তাহ ১০-১৫ লিটার
৫-১০ সপ্তাহ ১৫-২৫ লিটার
১০ সপ্তাহ। ৫০-৫৫ লিটার
১৭ সপ্তাহের অধিক ৬০-৭০ লি
সতর্কতা
আবহাওয়ার উপর নির্ভর করে পানি কিছুটা কম বেশি হতে পারে
টিকার দেয়ার দিন, আগের দিন,এবং পরের দিন স্প্রে বা পানিতে ক্লোরিন দেয়া যাবে না
খাবার পানিতে টিকা দেওয়ার নিয়ম
১.৫-২ ঘণ্টায় কতটুকু পানি খায় তা আগের দিনে সকালে খাবার দেওয়ার ৪৫ মিনিট পর হিসাব করতে হবে।
তবে ২ ঘণ্টায় যা খায় তার ৫% পানি বেশি দিতে
দেড় ঘণ্টার কম হলে সব মুরগি খেতে পারে না আবার ২ ঘণ্টার বেশি হলে টিকা মারা যেতে পারে
টিকা দেয়ার ১ ঘণ্টা আগে পানি দেওয়া বন্ধ রাখতে হবে
পানিতে টিকা মেশানোর নিয়ম
প্রথমে হাত সাবান দিয়ে ধুয়ে গ্লোভস পরে নিতে হবে
পানির সাথে পাউডার মানে ভ্যাকসিব্রুস্ট বা ভেক সেফ বা এগ্রোমিল্ক বা স্কিম মিল্ক ২.৫ গ্রাম ১ লিটার পানির জন্য মিশাতে হবে
৫-১০ লিটার স্টক সল্যুশন তৈরি করতে হবে এবং ২০ মিনিট রেখে দিতে হবে যাতে ক্লোরিন বা ভারী ধাতু (হেভি মেটাল) নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) হয়ে যায়
স্কিম মিল্ক মিশ্রিত ১-২ লিটারের মতো স্টক সলুশনে ভ্যাকসিন ভায়ালের ক্যাপটা খুলে নিয়ে এই মিশানো পানিতে ভ্যাকসিন ভায়ালটি ডুবিয়ে ভায়ালের মুখের রাবার খুলতে হবে
খেয়াল রাখতে হবে য যাতে টিকাটি ভালোভাবে গলে যায়
আস্তে আস্তে রাবারের কাঠি দিয়ে মিক্স করতে হবে এবং অবশিষ্ট পানি মিশাতে হবে
পানি যে নেওয়ার একবারই নিতে হবে। পরে পানি যোগ করা যাবে না
শেডের সব পাখি যাতে পানিটা সমানভাবে খেতে পারে তা নিশ্চিত করতে হবে
ভ্যাকসিন মেশানো পানিতে যেন সরাসরি সূর্যের আলো না পড়ে খেয়াল রাখতে হবে
আই বি ডি টিকা মুখে আর রানিক্ষেত ও ব্রংকাইটিস টিকা চোখে দিলে ভালো কাজ করে।
সতর্কতা
ঠান্ডা সময় মানে সকাল বা বিকালে টিকা দিতে হবে। ডিম পাড়া মুরগি হলে কিল্ড (মৃত) টিকা বিকালে, আর লাইভ টিকা সকালে পানিতে দেয়া যাবে।
যে ডাইলোয়েন্ট (যেমন: পানি) দেয়া হয় সেটিও ফ্রিজে নরমালে রাখতে হবে।
১-২ ঘণ্টার মধ্যে টিকা দেয়া শেষ করতে হবে
যেখানে টিকা দেয়া হবে সেখানে পেপার বিছিয়ে নিতে হবে যাতে টিকা নিচে পড়লে বুঝা যায় এবং পরে ফেলে দেয়া যায়.
টিকা আস্তে আস্তে দেয়া উচিত এবং কিছু সময় ধরে রেখে তারপর ছাড়া উচিত
কিল্ড বা মৃত টিকা ব্যবহারের নিয়ম
টিকা ফ্রিজ থেকে বের করে নরমালে বা হাল্কা গরম পানিতে রাখতে হবে যাতে তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াসে আসে
ভ্যাকসিন গানটি গরম পানিতে ফুটিয়ে নিতে হবে যাতে জীবাণুমুক্ত হয়। তবে স্যাভলন এ জাতীয় কোনো জীবাণুনাশক দেওয়া যাবে না
ডিম পাড়া মুরগিকে বিকালে টিকা দিতে হবে কারণ সকালে ডিম পাড়ে
টিকা যদি বাহিরের লোক দেয় তাহলে কাপড় চেঞ্জ করা উচিত।
কিল্ড টিকা বুকের বা পায়ের মাংসে বা গলায় চামড়ার নিচে দেয়া হয় যা শোষিত হতে ৩০-৪৫ দিন পর্যন্ত লাগতে পারে
টিকার খালি ভায়ালটি মাটিতে পুঁতে ফেলতে হবে
মুরগির টিকা: ফাউল পক্স
যে এলাকায় পক্স কম হয় সেখানে ১টি টিকা দিলেই চলে.
যেখানে ঝুঁকি বেশি মানে রক্ত চোষক পোকামাকড় বেশি সেখানে ২টি টিকা দিতে হবে.
ডিম আসার কমপক্ষে ৪ সপ্তাহ আগে টিকা দেয়া শেষ করতে হবে।
৬ সপ্তাহ বয়সের আগে বেশি দুর্বল করা টিকা এবং ৬সপ্তাহ পরে কম দুর্বল করা টিকা দিতে হয়।
টিকা দেয়ার ৭-১০ দিন পর টিকা দেয়ার জায়গায় ফুলে যায় মানে টিকা কাজ করছে বুঝা যায়.
টিকা কর্মসূচি
১ম টিকা ৬ সপ্তাহ, কিন্তু বাস্তবে ৪ সপ্তাহে দেয়া উচিত কারণ ৪ সপ্তাহে ও পক্স হতে পারে।
২য় টিকা ১১-১২ সপ্তাহ
পক্স হওয়ার পরও টিকা দেয়া যায়
কিন্তু বেশি আক্রান্ত হয়ে গেলে আর লাভ হবে না
২. মেরেক্স টিকা
এম ডি সি এফ এল (ইলানকো), এইচ ভি টি(১২৬এফ সি স্টেইন), সেরুটাইপ ৩। চামড়ার নিচে দেওয়া হয়। হ্যাচারিতে ০.২ এমএল ডোজ, আবার অনেকে ১৪ দিনের আগে ২য় টিকা দেয়। ১০০০ ডোজের জন্য ২০০ এমএল FDAH diluent মিশাতে।
মুরগির টিকা: ব্রংকাইটিস
প্রথম টিকা হিসেবে শান্ত স্ট্রেইন যেমন এইচ ১২০, ম্যাসাচুসেটস বা কানেক্টিকাট দিয়ে টিকা দিতে হবে যাতে কম প্রতিক্রিয়া হয়.
আমাদের দেশে এইচ ১২০ এবং এম ৪১ স্ট্রেইন বেশি চলে
১ম এবং দিতীয় টিকার মাঝে বিরতি হবে ২-৩ সপ্তাহ.
বুস্টার টিকার মাঝে বিরতি হবে ৪-৬ সপ্তাহ।
রানিক্ষেত এবং ব্রংকাইটিস টিকা একসাথে দেয়া যাবে না। তবে কম্বাইন্ড হলে দেয়া যাবে.
সর্বশেষ লাইভ এবং কিল্ড টিকার মাঝে বিরতি হবে ৪-৬ সপ্তাহ.
ডিম পাড়ার ৪ সপ্তাহ আগে কিল্ড টিকা দিতে হবে.
ম্যাসাচুসেটস সেরুটাইপ ক্রস প্রটেকশন করে.
স্ট্রেইন মিউটেশনের লাইভ টিকা দিলে অনেক সময় প্রতিক্রিয়া হয়। যেমন: গড়গড় শব্দ, মাথা ঝাড়া দেয়া, কনজাংটিবাইটিস এবং ই-কলাই সংক্রমণ।
ব্রংকাইটিস টিকা কর্মসূচি ১
১ম টিকা ১-২সপ্তাহ
২য় টকা ৪-৬সপ্তাহ
৩য় টিকা ৮-১৪সপ্তাহ
৪র্থ টিকা ১৫-১৮ সপ্তাহ কিল্ড
টিকা কর্মসূচি ২
১ম টিকা ৪ সপ্তাহ
২য় টিকা ৮-১০সপ্তাহ
৩য় টিকা ১৪-১৮সপ্তাহ.
আমাদের দেশে প্রচলিত সিডিউল হলো
১-৫ দিন আই বি + এন ডি
২৫-২৭দিন আইবি + এন ডি
৬০-৬৫দিন আইবি +এন ডি
১৪-১৭সপ্তাহ আইবি + এন ডি + ই ডি এস(মৃত)
আই বি তে আক্রান্ত হলেও এই টিকা দেয়া যায়।
মুরগির টিকা: ফাউল কলেরা এবং ই ডি এস
অল্প বয়সের মুরগিতে সাধারনত কলেরা হয় না তাই ৮সপ্তাহের পূর্বে টিকা দেয়ার দরকার নাই.
যে এলাকায় প্রাদুর্ভাব আছে সে এলাকায় দেয়া হয়.
১. কিল্ড টিকা
দুইটা টিকাই যথেষ্ট এবং দুইটা টিকার মাঝে কমপক্ষে ৪ সপ্তাহ বিরতি থাকবে.
দিতীয় টিকা দিতে হবে প্রডাকশন শুরুর কম পক্ষে ৪ সপ্তাহ আগে.
ডিম পাড়া অবস্থায় মুরগিকে টিকা দেয়া যায় না.
কলেরা কিল্ড টিকা কর্মসূচি
১ম টিকা ৮-১৪সপ্তাহ
২য় টিকা ১২-১৬ সপ্তাহ
২. লাইভ টিকা
মৃত টিকা দেয়ার পূর্বে লাইভ টিকা দেয়া ঠিক নয়. এতে মৃত টিকার কার্যকারিতা কমে যায়.
১ম টিকা ১২ সপ্তাহ আগে দিতে হয়.
লাইভ টিকা দেয়ার ৭দিন আগে এবং পরে এন্টিবায়োটিক দেয়া ঠিক নয়.
লাইভ টিকা দেয়ার ১০ দিনের মধ্যে অন্য কোন টিকা দেয়া যাবেনা.
এই টিকা দেয়ার পর অনেক সময় ক্রনিক আকারে কলেরা দেখা যায়.
কিল্ড টিকার কর্মসূচি
১ম টিকা ৮-১০সপ্তাহ
২য়টিকা ১৪-১৬ সপ্তাহ
ই ডি এস (এগ ড্রপ সিন্ড্রোম)
যে এলাকায় প্রাদুর্ভাব আছে সেখানে দেয়া হয়.
ডিম উৎপাদনের ৪ সপ্তাহ পূর্বে একটা কিল্ড টিকা দেয়া হয়.
অধিকাংশ ক্ষেত্রে আই বি -এন ডি -ই ডি এস, আকারে দেয়া হয়.
১৪-১৮ সপ্তাহের মধ্যে একবার দেয়া হয়.
ভ্যাকসিন স্ট্রেইন
১.প্রাইমারি এবং লেন্টোজেনিক
Y4,F strain,Ulster,VG/GA,B1B1,Hitchner,lasota
মাইকোপ্লাজমা পজিটিভ হলেও দেয়া যায়.
টাইটার তুলনামূকভাবে কম ওঠে।
.
২. সেকেন্ডারি এবং মেসোজেনিক
Roakin,kimbar,Mukteswar,H strain,komarov
মাইকোপ্লাজমা পজিটিভ হলে দেয়া ঠিক নয় কারণ তাতে রিয়াকশন হয়.
এই টিকায় ভালো টাইটার উঠে.
৩. কিল্ড বা ইনএক্টিভেটেড, লাসোটা, কিম্বার ও মুক্তেশরর
সবচেয়ে বেশি চলে কিল্ড টিকা। যেসব জায়গায় রানিক্ষেতের তীব্রতা বেশি সেসব জায়গায় দেওয়া হয়। কিল্ড টিকা তৈরিতে মেসোজেনিক স্টেইন ব্যাবহার করা হয়।
রানিক্ষেত টিকার সিডিউল
লেয়ারের জন্য
কর্মসূচি :১
১ম টিকা ২ সপ্তায়
২য় টিকা ৪ সপ্তায়
৩য় টিকা ৮-১২ সপ্তায়
৪য় টিকা ১৫-২০ সপ্তায়
কর্মসূচি :২
১ম টিকা ৪ সপ্তায় লাইভ
২য় টিকা ১০সপ্তায় লাইভ
৩ থ টিকা ১৬-১৭ সপ্তায় কিল্ড
৫ম টিকা ৪০-৪৫ সপ্তায় কিল্ড
কর্মসূচি ৩
১ম টিকা ১-২সপ্তায়
২য় টিকা ৬ সপ্তায় লাইভ
৩য় টিকা ১১ সপ্তায়
৪থ টিকা ১৫-১৮সপ্তায় কিল্ড
কর্মসূচি ৪
১ ম ৬ সপ্তাহ
২ য় ১০-১২ সপ্তাহ
৩ য় ১৫-১৮ সপ্তাহ কিল্ড
৪ থ ৪০-৪৬ সপ্তাহ কিল্ড
বাংলাদেশে প্রচলিত শিডিউল
১-৫ দিন আই বি + এন ডি
৫-১০ দিন এন ডি + আই বিডি কিল্ড
২৫-২৮দিন আই বি + এন ডি
৬০-৬৫ দিন এন ডি
১৪-১৮ সপ্তাহ আই বি + এন ডি+ ই ডি এস কিল্ড সাথে এন ডি লাইভ.
কিল্ড টিকা দেয়ার ৪ সপ্তাহ আগে লাইভ দেয়া থাকা উচিত.
ডিম পাড়া মুরগিকে টিকা দেয়ার ৭-১০ দিন পর টাইটার উঠে (লাইভ টিকার ক্ষেত্রে.)
কিল্ড টিকার ক্ষেত্রে ২০-২৫ দিন লাগে.
মুরগির টিকা: গাম্বুরো
এ রোগের টিকার নির্দিষ্ট কোনো তালিকা হয় না
এটা নির্ভর করে ফ্লকের অবস্থা,স্থানীয় রোগের প্রাদুর্ভাব এবং আবহায়াওয়ার উপর.
প্রধানত তিন ধরনের টিকা
১.ইন্টারমেডিয়েট (বারসাইন ২,গাম্বোরু ২)
২.ইন্টারমেডিয়েট প্লাস (বারসাইন প্লাস)
৩.হট (২২৮ই,আইবিডি ব্লেন)
গাম্বুরো টিকার টাইটার উঠতে সময় লাগে ৪-৫ দিন।
বাচ্চার এন্টিবডি ব্যালেন্স ভালো হলে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ১৭ দিনে ১টি টিকাই যথেষ্ট। আর যদি দুর্বল হয় তাহলে ১ম টিকা ১১তম এবং ২য় টিকা১৫তম দিনে দিলে ভালো।
রোগের সম্ভাবনা বেশি থাকলে
ব্রয়লারে ১ম টিকা , ৮তম দিনে, তা নাহলে ১ম টিকা ১৮তম দিনে; লেয়ারের ক্ষেত্রে ১ম টিকা ১৫তম দিনে এবং ব্রয়লারের ক্ষেত্রে ১১তম দিনে টিকা শুরু করতে হয়।
কারণ লেয়ারের এন্টিবডির হাফ লাইফ ৬-৭দিন, ব্রয়লারের ৩-৪দিন।
হট টিকা
যেসব জায়গায় অতিতীব্র গাম্বোরু ভাইরাস সেসব জায়গায় ব্যবহার করা হয়। ব্রিডারে তিনটা লাইভ এবং ১-৩ টি কিল্ড (মৃত) টিকা দেয়া হয়। সেসব ব্রিডার ফার্মে গাম্বোরু টিকা ভালভাবে দেয় সেসব ফার্মের বাচ্চায় গাম্বোরু কম হয়।
টিকা কর্মসূচি
ব্রয়লার
১০-১৩দিন আইবি ডি বা আই বি ডি প্লাস
১৭-২০ আই বি ডি বা আই বি ডি প্লাস।
লেয়ারের জন্য
৩-৭দিন আই বি ডি + এন ডি( কিল্ড)
১০-১৩দিন আই বি ডি
১৮-২১ আই বি ডি বা আই বি ডি প্লাস
0 coment rios: