Tuesday, May 31, 2022

বাছুর গরুর নাভীরােগ (Navel ill) (ইউটিএগ্রোবিডি)


 নাভীরােগ (Navel ill) 

বাছুর গরুর এটি Common রােগ । বাসচা প্রসবের পর পর গাভা বাচ্চার নাভী চাটলে এ রােগ বেশি পরিলক্ষিত হয়। প্রচলিত নাম: নাভী ফোলা রােগ। রােগের কারণ: | ষ্ট্যাফাইলােকক্কাস (Staphylococcus) নামক এক প্রকার ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা এ রােগ হয়।

লক্ষণ সমূহ:

 জন্মের ৪-৬ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। • তাপমাত্রা খুব বৃদ্ধি পায় (১০৫-১০৬° ফাঃ)। • নাভী ফোলা, ভেজা ভেজা, গরম ও শক্ত অনুভূত হয় (চিত্র-৭৭)। • চাপ দিলে রক্ত মেশানাে তরল বা পেকে গিয়ে থাকলে পুঁজ বের হয় এবং ব্যথা অনুভব করে। • নাভিতে ব্যথা থাকার কারণে বাছুর ভালমত মায়ের দুধ টেনে খেতে পারে না। • আক্রান্ত বাছুর নিস্তেজ ও দূর্বল হয়ে পড়ে। ও নাভীতে 'ক্ষত থাকার কারণে মাছি বসে ডিম দেওয়ার ফলে নাভী থেকে পুঁজ বা রক্ত পড়তে দেখা যায় (চিত্র-৭৮)। • নাভীতে পোকা পড়তে দেখা যায়। বাছুর বার বার অন্ত নাভী ঢাটে।।

রােগ নির্ণয়:

১। বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ ও রােগের ইতিহাস জেনে নির্ণয় করা করা যায়। ২। আত্রান্ত স্থান হতে Sab নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করে এর প্রকৃত কারণ | নির্ণয় করা করা যায়।

প্রাথমিক অবস্থায় নাভী রােগের জন্য:

Inj. Renamycin-50 10ml (Renata) Ini. Tetravet-50 10 ml (ACMEY Inj. Oxyvet-50 (Globe) 10ml Inj. Technomycin-50 10 ml (Techno) / Inj. Vetomycin-50 10ml (Opsonin) “মঃ যে কোন একটি ইঞ্জেকশন মিডিয়াম সাইজের বাছুর গরুর জন্য ৩-৪ মি.লি, | রে মাংসে দিনে একবার করে ৫-৭ দিন দিতে হবে।

শন প্রোনাপেন ৪০ (Retata) লাখ বা ইঞ্জেকশন স্টেপটোপেন ০.৫ গ্রাম (Kellalla) বা স্টেপটো-পি ০.৫ গ্রাম (ACL) বা এসপি ভেট ০.৫ গ্রাম (ACME)

নিয়ম। 

যে কোন একটি মাঝারী বাছর গরুকে ১ ভায়াল করে মাংসপেশীতে দিনে। | এর পরে ৫-৭দিক দিলে নাভীরোগ তাল হয়ে যায়।

২) অ্যান্টিহিস্টামিন ঔষধ যেমন- Inj. Histavet (Techno) Inj. Anithistaver are Inj. Astavet (ACME) / Inj. Niravet (Opsonin)

প্রতি ৪-৫ মি.লি. করে মাংসে পরপর ৩ দিন ব্যবহার করতে হবে। নাভী পেকে গেলে (১) প্রয়ােজনবােধে ব্লেড বা ছুড়ি দ্বারা কেটে পুঁজ বের করে জীবাণুনাশক ঔষধ

যেমন- পটাসের পানি দিয়ে পরিষ্কার করে ফাঁকা স্থানে টিংচার আসাডিনযুক্ত গজ (২) এভাবে পর পর ২ দিন গজ ঢুকাতে হবে এক পরে আক্রান্ত স্থানে Sulphar SN 1 Sumidvet powder (Square)/Pow. Nilamide (Techno) Pow. Sulphavet {ACE) দিতে হবে। (৩) আক্রান্ত নাভী টিংচার আয়ােডিন (Tr, lodine) দ্বারা পরিষ্কার করতে হবে এবং নিচের যেকোন একটি এন্টিবায়ােটিক দ্বারা চিকিৎসা করা যাবে। যেমন- Ini, Pronapen vet 40 lac (Renata) Inj. Pronacillin 40 lac (Techno) / Combipen vet 40 lac (ACME) Inj. Proben vet 40 lac (Popular) কোন একটি ১০ ml মাংসপেশীতে দিনে একবার করে ৪-৫ দিন দিতে হবে। 

প্রতিরােধ ব্যবস্থা: (ক) বাচ্চা প্রসব হওয়ার পরপর urnblicus ১ এক ইঞ্চি পরিমান রেখে এবং সিল্ক সুত্র নিয়ে বেধে নিতে হবে। কাটা স্থান Tincture Iodine or Potassium per manganate দিয়ে পুড়িয়ে দিতে হবে (গ) মা যেন নাহী চাটতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। " (ঘ) নাভী যেন না চিড়ে যায় এবং মাছি না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।





...............................................................TAG...................................................................................

ফসল, পশু-পাখি পালন, কৃষি প্রযুক্তি, শাক-সবজি, crops, দানাশস্য, পশু-পাখির রোগ, ডিজিটাল বই, মৎস্য চাষ, পশুপাখির খাদ্য, বিবিধ, অর্থকরী ফসল, বায়োফ্লক, জৈব, কৃষি, ডাল, ১২ মাসের রুটিন, গরুর জাত, তেলবীজ, ফসলের রোগ, গরু, মসলা, ছাগল পালন, ধানের রোগ, ফল, ঔষধি উদ্ভিদ, চাষ পদ্ধতি, পেঁয়াজ, ভেষজ, livestock, ছাগলের খামার, ধান, নগরকৃষি, মুরগির জাত, হাইড্রোপনিক, ওষুধি গাছ, গরু মোটাতাজাকরণ, জমিজমা, তুলা-রেশম ,দেশী জাতের গরু, প্রাণী অধিকার, ভ্যাকসিন, সাথি ফসল, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, ছাগল, ছাগলের জাত, ছাদবাগান, বিকল্প খামার, বিদেশী ফসল ,ভূমি পরিমাপ, মোটাতাজাকরণ, লাইভস্টক, garden ,আলু, গরুর খামার, ডেইরি, দুগ্ধ খামার, ফলের বাগান, ভেড়া, মুরগি, মুরগী হাইড্রোপনিক পদ্ধতি,chicken grass, আদি জাত, আন্তঃফসল, ইউরিয়া, উন্নত জাত, এমওপি ,কাঠ, কৃমিনাশক, কৃষি ক্যালেন্ডার, কোল্ড ইনজুরি, ক্যাপসিকাম, ক্রনিক ব্লট, খরগোশ, খাঁচায় মাছ চাষ, খাটো হাইব্রিড নারিকেল, খেসারি, খড়ের পুষ্টিগুণ, গরু হিটে না আসার কারণ, গরুর খাবার, গরুর শেড, গরুর-জাত, গাভী পালন, গাড়ল, গোখাদ্য, ঘোড়া শিম, চট্টগ্রামের লাল গরু, চিংড়ি, চোখের কৃমি, ছাগল পরিবহন, জিঙ্ক, জৈব বালাইদমন, টমেটো চাষ, টিএসপি, ডিওপি, ড্যাপ, ড্রাগন ফল, তুলা চাষ পদ্ধতি, ত্বীন ফল, দলিলপত্র, ধানের খোল পচা রোগ, ধানের পাতা পোড়া রোগ, ধানের ব্লাস্ট, ধানের লক্ষ্মীর গু, নর্থ বেঙ্গল গ্রে ক্যাটল, নারিকেল, নার্সারি, নীল, পটাশ, পাউলোনিয়া, পাবনা ক্যাটল, পেট ফাঁপা ও ডায়রিয়া, ফসলের পুষ্টি ঘাটতির লক্ষণ, বাঁশ, বাদামি দাগ রোগ, বারি জ্যাক শিম-১, বালাইনাশক, বিইউ শিম ৫, বিসিএস স্কোর, বেলজিয়ান ব্লু, ব্রয়লার, ব্রয়লার মুরগি, ব্লাড প্রোটোজোয়া, ব্ল্যাক বেঙ্গল, ভেড়া পালন, মহিষ, মহিষ পালন, মাছ, মাছ চাষ, মাজরা পোকা, মাটির স্বাস্থ্য, মিরকাদিমের সাদা গরু, মুন্সীগঞ্জ জাতের গরু, মুরগির টিকা. ময়ূরের খামার, রাসায়নিক সার, রেড চিটাগাং ক্যাটল, লাউ, লিভার টনিক, লেবু, লেয়ার মুরগি পালন, শুকর পালনশেড নির্মাণ, সংকর জাতের গরু, স্টিভিয়া, স্ট্রবেরি চাষ, হাঁস পালন, হাঁস-মুরগি পালন, হাজল পদ্ধতিতে মুরগীর বাচ্চা ফুটানো


শেয়ার করুন

0 coment rios: