নাভীরােগ (Navel ill)
বাছুর গরুর এটি Common রােগ । বাসচা প্রসবের পর পর গাভা বাচ্চার নাভী চাটলে এ রােগ বেশি পরিলক্ষিত হয়। প্রচলিত নাম: নাভী ফোলা রােগ। রােগের কারণ: | ষ্ট্যাফাইলােকক্কাস (Staphylococcus) নামক এক প্রকার ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা এ রােগ হয়।
লক্ষণ সমূহ:
জন্মের ৪-৬ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। • তাপমাত্রা খুব বৃদ্ধি পায় (১০৫-১০৬° ফাঃ)। • নাভী ফোলা, ভেজা ভেজা, গরম ও শক্ত অনুভূত হয় (চিত্র-৭৭)। • চাপ দিলে রক্ত মেশানাে তরল বা পেকে গিয়ে থাকলে পুঁজ বের হয় এবং ব্যথা অনুভব করে। • নাভিতে ব্যথা থাকার কারণে বাছুর ভালমত মায়ের দুধ টেনে খেতে পারে না। • আক্রান্ত বাছুর নিস্তেজ ও দূর্বল হয়ে পড়ে। ও নাভীতে 'ক্ষত থাকার কারণে মাছি বসে ডিম দেওয়ার ফলে নাভী থেকে পুঁজ বা রক্ত পড়তে দেখা যায় (চিত্র-৭৮)। • নাভীতে পোকা পড়তে দেখা যায়। বাছুর বার বার অন্ত নাভী ঢাটে।।
রােগ নির্ণয়:
১। বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ ও রােগের ইতিহাস জেনে নির্ণয় করা করা যায়। ২। আত্রান্ত স্থান হতে Sab নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করে এর প্রকৃত কারণ | নির্ণয় করা করা যায়।
প্রাথমিক অবস্থায় নাভী রােগের জন্য:
Inj. Renamycin-50 10ml (Renata) Ini. Tetravet-50 10 ml (ACMEY Inj. Oxyvet-50 (Globe) 10ml Inj. Technomycin-50 10 ml (Techno) / Inj. Vetomycin-50 10ml (Opsonin) “মঃ যে কোন একটি ইঞ্জেকশন মিডিয়াম সাইজের বাছুর গরুর জন্য ৩-৪ মি.লি, | রে মাংসে দিনে একবার করে ৫-৭ দিন দিতে হবে।
শন প্রোনাপেন ৪০ (Retata) লাখ বা ইঞ্জেকশন স্টেপটোপেন ০.৫ গ্রাম (Kellalla) বা স্টেপটো-পি ০.৫ গ্রাম (ACL) বা এসপি ভেট ০.৫ গ্রাম (ACME)
নিয়ম।
যে কোন একটি মাঝারী বাছর গরুকে ১ ভায়াল করে মাংসপেশীতে দিনে। | এর পরে ৫-৭দিক দিলে নাভীরোগ তাল হয়ে যায়।
২) অ্যান্টিহিস্টামিন ঔষধ যেমন- Inj. Histavet (Techno) Inj. Anithistaver are Inj. Astavet (ACME) / Inj. Niravet (Opsonin)
প্রতি ৪-৫ মি.লি. করে মাংসে পরপর ৩ দিন ব্যবহার করতে হবে। নাভী পেকে গেলে (১) প্রয়ােজনবােধে ব্লেড বা ছুড়ি দ্বারা কেটে পুঁজ বের করে জীবাণুনাশক ঔষধ
যেমন- পটাসের পানি দিয়ে পরিষ্কার করে ফাঁকা স্থানে টিংচার আসাডিনযুক্ত গজ (২) এভাবে পর পর ২ দিন গজ ঢুকাতে হবে এক পরে আক্রান্ত স্থানে Sulphar SN 1 Sumidvet powder (Square)/Pow. Nilamide (Techno) Pow. Sulphavet {ACE) দিতে হবে। (৩) আক্রান্ত নাভী টিংচার আয়ােডিন (Tr, lodine) দ্বারা পরিষ্কার করতে হবে এবং নিচের যেকোন একটি এন্টিবায়ােটিক দ্বারা চিকিৎসা করা যাবে। যেমন- Ini, Pronapen vet 40 lac (Renata) Inj. Pronacillin 40 lac (Techno) / Combipen vet 40 lac (ACME) Inj. Proben vet 40 lac (Popular) কোন একটি ১০ ml মাংসপেশীতে দিনে একবার করে ৪-৫ দিন দিতে হবে।
প্রতিরােধ ব্যবস্থা: (ক) বাচ্চা প্রসব হওয়ার পরপর urnblicus ১ এক ইঞ্চি পরিমান রেখে এবং সিল্ক সুত্র নিয়ে বেধে নিতে হবে। কাটা স্থান Tincture Iodine or Potassium per manganate দিয়ে পুড়িয়ে দিতে হবে (গ) মা যেন নাহী চাটতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। " (ঘ) নাভী যেন না চিড়ে যায় এবং মাছি না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
0 coment rios: