Friday, December 17, 2021

তামাক চাষ করে গত বছর ক্ষতিগ্রস্থ, এ বছর লাভের আশাবাদী চাষী





তামাক গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। তামাক গাছের শুকানো পাতাকে তামাক বলা হয়। তামাক গাছ ১২-১৮ ইঞ্চি লম্বা হয়। তামাক অত্যন্ত নেশাদায়ক পদার্থ। তামাকে আগুন দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুঁকো, ও অন্যান্য ধূমপানের মাধ্যম প্রস্তুত করা হয়। ধূমপান ছাড়াও তামাক নানা রকম ভাবে ব্যবহার হয়, যেমন চিবিয়ে (জর্দা, যা পানের সাথে খাওয়া হয়), ঠোঁটের ফাঁকে গুঁজে (যেমন গুল), বা নাকে ঠুসে (নস্যি)।

তামাকের মূল নেশাদায়ক উপাদান নিকোটিন এক প্রকারের স্নায়ুবিষ (নিউরোটক্সিন), যা একধরনের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের (কোলিনার্গিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর) উপর কাজ করে। কিন্তু তামাকের ধোঁয়াতে নিকোটিন ছাড়াও নানা ক্যান্সারপ্রদায়ী পদার্থ থাকে, যেমন বেঞ্জোপাইরিন ইত্যাদি বহুচক্রী আরোমাটিক যৌগ। তামাক অত্যন্ত বিশাক্ত পদার্থ, একখানি সিগারেটে যতখানি তামাক আছে তা চিবিয়ে খেলে পুরপুরি শরীরে যদি প্রবেশ করত, তা থেকে দ্রুত মৃত্যু অনিবার্য। তবে ধূমপানের ফলেও ধীরে ধীরে আয়ু কমে আসতে থাকে- শুধু ক্যান্সারের প্রবণতার জন্যেই নয়, হৃদরোগের জন্যেও বটে।


নামকরণ তামাকের ইংরেজি ‘Tobacco’ এসেছে স্প্যানিশ "tabaco" শব্দ থেকে। ধারণা করা হয় এই শব্দটির উৎপত্তি আরাওয়াকান ভাষা থেকে। ক্যারিবীয় অঞ্চলের তাইনো ভাষাতে এটি তামাক পাতার রোল অথবা ইংরেজি Y বর্ণের আকৃতির ধূমপানের একটি নলকে বোঝায়। [১]. যাহোক, ১৪১০ সাল থেকে একই রকম স্প্যানিশ ও ইতালীয় শব্দ ঔষধী উদ্ভিদ বোঝাতে ব্যবহার করা হয়েছে। [২] ইতিহাস ঐতিহ্যগতভাবে আমেরিকা মহাদেশের দেশ মেক্সিকোতে ৬০০-৭০০ খ্রিস্টাব্দের দিকেও তামাক চাষের প্রমাণ পাওয়া গিয়েছে।[৩] ন্যাটিভ আমেরিকনাদের মাঝে তামাক চাষ প্রচলিত ছিল। ধুম্রপান ছাড়াও বিনিময়ে মাধ্যম হিসেবে তারা তামাক পাতা ব্যবহার করতো।[৪] কিছু কিছু সমাজে তামাক পাতাকে স্রষ্টার উপহার বিবেচনা করে তামাক সেবন স্রষ্টার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হতো।[৫] জনপ্রিয়করণ আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের পা ফেলার সাথে সাথে বিনিময়ের মাধ্যম হিসেবে তামাক পাতা ব্যবহার শুরু হয়। স্পেনের রাজা ফিলিপ II এর আদেশে ১৫৫৯ সনে তামাকের বীজ ইউরোপে নিয়ে আসা হয়। [৬] কিউবা ও ক্যারিবিয়ান দ্বীপুঞ্জের অন্যান্য জায়গায় ১৮শতকের দিকে তামাক বিক্রয়ের জন্য চাষাবাদ করা হত। [৭] ভারতে তামাক উৎপাদন ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরে তামাক বোর্ড অবস্থিত।[৮] ভারতে নিবন্ধিত তামাক চাষী সর্বসাকুল্যে ৯৬ হাজার ৮৬৫ জন।[৯] এছাড়াও নিবন্ধনহীন আরো অনেক চাষী তামাক চাষের সাথে জড়িত। ভারতের প্রায় ০.২৫% চাষাবাদযোগ্য জমিতে তামাক পাতার চাষ হয়।[১০] ২০১০ সালের এক সমীক্ষা অনুযায়ী দেশিতিতে প্রায় ৩,১২০ ধরনের তামাকজাত দ্রব্য উৎপাদনের কারখানা রয়েছে। [১১] গবেষণা গাছের কোষ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে কয়েক প্রজাতির তামাক গাছের ব্যবহার বিজ্ঞানীরা করে থাকেন।[১২] আধুনিক কৃষি জীবপ্রকৌশলীর উন্নতিতে তামাক গাছকে মডেল করে গবেষণা চালানো হয়েছে।[১৩] ১৯৮২ সালে সর্বোপ্রথম জীনপ্রকৌশল ব্যবহার করে এন্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা সম্পন্ন তামাক গাছে নকশা করা হয়।[১৩] জীনগতভাবে পরিবর্তন আনা বা ট্রান্সজেনিক শস্যের মধ্যে তামাক গাছই সর্বোপ্রথম মাঠ পর্যায়ে চাষাবাদ করা হয়। ১৯৩৩ সালে চীন সর্বোপ্রথম বাণিজ্যিকভাবে ট্রানজেনিক তামাক চাষের বৈধতা দেয়, যা প্রথম কোন ট্রান্সজেনিক উদ্ভিদ হিসেবে চাষাবাদের বৈধতা পায়। [১৪]






#utagrobd #Bangladesh #Agriculture #Meherpur #কৃষি_উন্নয়ন #তামাক #Development #Agriculture_BD #বীজ #Newsforall #Agriculture_meherpur #কৃষিতে_বাংলাদেশ
#krishibd #Bangladesh
#Agriculture
#Meherpur

সকল সবজির বীজ,,
বেলকনি ,আঙ্গিনায় অল্প জায়গায় চাষ করতে চান ,,
#বারি_শিম ১ ,,,,,,,,15 টি বীজ
#বারি_ঢেরস ১,,,,,,,25 টি বীজ
#শশা বারোমাসি,,,,,30 টি বীজ
#করোলা,,,,,,,,,,,,20 টি বীজ
#দেশি শিম,,,,,15 টি বীজ
#টমেটো রতন,,,,,৫০ টি বীজ
#বারি_বিটি_বেগুন 4,,,,,,,,,,,,,35 টি বীজ
#পুইশাক,,,,,,,,,,,,,,,,,3০ টি বীজ
#মিস্টি_কুমড়া,,,,,,,,,15 টি বীজ
#লাউ,,,,,,,,,,,,,,,,15 টি বীজ
#লাল_শাক,,,,,,,,,,,পরিমান মতো
#ডাটা_শাক,,,,,,পরিমান মতো
#বাধাকপি,,,,,,২০ টা বীজ
#ফুলকপি,,,,,২০ টা বীজ,,,
এছাড়াও গিফট আইটেম তো থাকছেই ,,,
#যে কোন 7 টি আইটেম 200 টাকা
#মোট 15 টি আইটেম ,350 টাকা মাত্র
উচ্চ ফলনশীল উন্নত বীজ যা এই মাসে লাগানো যাবে ।
#মিনিপ্যাকেট লাউ,কুমড়া,করোলা, টমেটো,ঢেরস বারি১,খিরা ইত্যাদি মাত্র ,,,,২৫/৪৫ টাকা প্যাকেট,
#স্কোয়াস ,,,,,১১০ টাকা মাত্র
#টমেটো রতন ,,,৮৫ টাকা মাত্র(লাল তীর)
#বাবু_পেপে -৪৬ টাকা মিনি প্যাকেট
#চিচিংগা ,,,১২০ টাকা (BADC বীজ)
#ঝিংগা হাজারি ,,,,৪৫ টাকা মিনি প্যাকেট
#ইস্পাহানী_মরিচ_লংকা ,,,,৪৮০ টাকা ১০ গ্রাম''ভাইরাস প্রতিরোধসম্পন্ন''
#বারি বিটি বেগুন ৪,,,,,,,,১২০ টাকা প্যাকেট
#ডাটা শাক ৬০ টাকা প্যাকেট
#লালশাক ৪৫ টাকা প্যাকেট
#শিম বারি ১,,,,,৮০ টাকা প্যাকেট(ব্রাক বীজ)
#করোলা (লালতীর),,,,,,,২৫০ টাকা (বড় সাইজ করোলা )
সকল সবজির উন্নত জাতের বীজগুলো পাবেন।
এছাড়াও ফুলের ২০ রকম বীজ দিচ্ছি।

শেয়ার করুন

0 coment rios: