Sunday, June 5, 2022

পেনসিলিন গ্রুপের ঔষধ কি কাজ করে চিকিৎসা পর্ব-০১


 পেনসিলিন গ্রুপের ঔষধ কি কাজ করে চিকিৎসা পর্ব-০১

গবাদিপশুর তড়কা, বাদলা, বাছুরের ডিপথেরিয়া,ফুট রট, নিউমোনিয়া, নাভিতে ঘা, শরীরের ক্ষত, কাটা, ম্যাসটাইসিস, জরায়ু প্রদাহ, একটিনোমাইকোসেস ইত্যাদি। উপাদান: প্রোকেইন পেনিসিলিন এবং বেনজাইন পেনিসিলিন মাত্রা: গরু, মহিষ, ছাগল, ভেড়াকে প্রতি ১০ কেজির জন্য ৫-১০মি.লি হিসেবে মাংসপেশিতে কমপক্ষে ৩ দিন দিতে হবে। পেনিসিলিন (ইংরেজি: Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়। বেশির ভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়। তবে শুধুমাত্র দুটি প্রাকৃতিক পেনিসিলিনকে পথ্য হিসেবে ব্যবহার করা হয়: পেনিসিলিন জি ও পেনিসিলিন ভি। পেনিসিলিন ছিল ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ওষুধ; যা অনেক গুরুতর সংক্রমণ, যেমন: সিফিলিসের বিরুদ্ধে কার্যকর ছিল। পেনিসিলিন এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে; যদিও ব্যাকটেরিয়া এখন অনেক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে এর বিরুদ্ধে। সব পেনিসিলিন বিটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া বিরুদ্ধে ব্যবহার করা হয়, সাধারণত গ্রাম-ব্যাকটেরিয়ার সৃষ্ট ইনফেকশনের চিকিত্সায় এর কার্যকারিতা ভালো। ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীরের পেপটাইডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করার মাধ্যমে পেনিসিলিন কাজ করে থাকে। পেনিসিলিন বিটা-ল্যাক্টাম জাতীয় অ্যান্টিবায়োটিক। "penam" শব্দটি পেনাসিলিন এন্টিবায়োটিক সদস্যদের মূল রাসায়নিক গঠন বর্ণনায় ব্যবহার করা হয়। এই রাসায়নিক গঠন এর আণবিক সূত্র R-C9H11N2O4S । যেখানে R একটি পরিবর্তনশীল পার্শ্ব চেইন । সাধারণ পেনিসিলিন একটি ৩১৩ আণবিক ওজন থেকে ৩৩৪ গ্রাম / মোল পেনিসিলিন প্রায়ই ব্যবহৃত হয় পেনিসিলিন জি, প্রকেইন পেনিসিলিন, বেঞ্জেথিন পেনিসিলিন, এবং পেনিসিলিন V হিসেবে। প্রকেইন পেনিসিলিন, বেঞ্জেথিন পেনিসিলিন একই কার্যকারিতা দেয়,তবে বেঞ্জেথিন পেনিসিলিন এর কার্যকারিতা দীর্ঘ। পেনিসিলিন V হল গ্রাম-ঋণাত্মক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কম কার্যকারি,যেখানে বেঞ্জেথিন পেনিসিলিন বেশি কার্যকর। পেনিসিলিন V কে মূখে প্রদান করা যায়, কিন্তু বেঞ্জেথিন পেনিসিলিন ইনজেকশন দ্বারা প্রদও। Inj. pronapen Vet 40 Lac Renata Inj. Penbacllin Vet ACI Inj. Combipen Vet 40 Lac ACME Inj. Bipen Vet 40 Lac SQUARE Inj. Vetopen 40 Lac OPSONIN Inj. Proben Vet 40 Lac POPULAR Inj. Pronacillin 40 Lac TECNO Inj. Depocillin BENGAL Inj. Duplocillin LA BENGAL ---------------------------------------------------------------------------------------------------------------------- সতর্কতাঃ আমরা বিশ্বাস করি যে, কৃষকের স্বপ্নে গড়া খামার কে মাত্র ১০-১৫ মিনিটের ভিডিওতে তুুলে ধরা সম্ভব নয়। তাই আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি খামার পরিদর্শন করতে পারেন। আমাদের প্রতিবেদন দেখে কেউ টাকা লেনদেন করে প্রতারিত হলে “UTAGROBD” চ্যানেল তার জন্য দায়বদ্ধ থাকবে না। আপনি নিজে ভালভাবে যাচাই করে তারপর লেনদেন করুন। আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা। আপনার খামারের প্রতিবেদন সংক্রান্ত আলোচনার জন্য যোগাযোগ করুন আমাদের চ্যানেলের নাম্বারে (01725471620) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ---------------------------------------------------------------------------------------------------------------------- সরাসরি যুক্ত হতে পারেন আমার সাথে ফেসবুকে এই লিংকেঃ https://www.facebook.com/utagrobd আমাদের চ্যানেলের ফেসবুক পেইজ লিংকঃ https://www.facebook.com/utagrobd আপনার যেকোন ধরনের মতামত বা অভিযোগ জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/amaderkrishi ---------------------------------------------------------------------------------------------------------------------- খামারির ঠিকানাঃ https://www.youtube.com/channel/UCd21FcltHlA_KAFMdHiN8KA?sub_confirmation=1 #utagrobd #penicillin utagrobd,uddokter khoje,থাই পেয়ারা চাষ পদ্ধতি,চায়না কমলা,তরুণ উদ্যোক্তা,সফল উদ্যোক্তা,channel i,পেনসিলিন গ্রুপের ঔষধ কি কাজ করে,পেনসিলিন গ্রুপের ঔষধ,পেনসিলিন,তড়কা,তড়কা রোগের লক্ষণ,বাদলা রোগের চিকিৎসা,বাদলা,বাদলা রোগ,বাদলা রোগের প্রতিকার,বাছুরের ডিপথেরিয়া,ফুট রট,নিউমোনিয়া,pneumonia,নিউমোনিয়া রোগের উপসর্গ,গবাদি পশুর নিউমোনিয়া,নাভিতে ঘা,health tips,bangla health tips,শরীরের ক্ষত,health tips bangla,জরায়ু প্রদাহ,একটিনোমাইকোসেস,ম্যাসটাইসিস

শেয়ার করুন

1 comment: